শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
শিবচরে ভেজাল সেমাই তৈরীর করায় সময় ফটিক মোল্লা নামের এক কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৮ মে) বিকেলে উপজেলা বন্দোখোলা ইউনিয়নের শিকদারহাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভুমি ও উপজেলা নির্বাহী ম্যজিষ্ট্রেট এম.রকিবুল হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন। এছাড়াও কারখানাটি সিলগালা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে নিরাপদ খাদ্য পরিদর্শক ফজলুল হক ও শিবচর থানার সহকারী উপ পরিদর্শক হেলালকে সাথে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।
এসময় কারখানার মালিক ফঠিক মোল্লাকে ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো বলেন,অভিযানের পর মালিকদেরকে সতর্ক করে দেওয়া হয় পরবর্তীতে এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে এবং অবৈধ কারখানা পরিচালনা করলে জেল ও জরিমানা করা হবে এবং কঠিন শাস্তি প্রদান করা হবে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply