শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
শিবচর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও আওয়ামীলীগের অঙ্গ-সংগঠন, সামাজিক,সাংস্কৃতিক, হাসপাতাল, থানা, সংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (১৫ আগষ্ট) সকালে শিবচর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও শোক পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করা হয়।
পরে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ ও আওয়ামীলীগের অঙ্গ-সংগঠন সহযোগী সংগঠনে ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে স্থানীয় ৭১ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদের ইলিয়াস আহম্মেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আলহাজ্ব বি এম আতাউর রহমান আতাহার বেপারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, শিবচর পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর লতিফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, জেলা পরিষদের সদস্য জনাব আয়েশা সিদ্দিকী মুন্নী,পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তোতা খান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইলিয়াস পাশা প্রমুখ।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় ও প্রতিস্ঠানের নিজ নিজ উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
Leave a Reply