ডেস্ক রিপোর্টঃ
শিবচর পৌরসভার নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।ইতমধ্য নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাচন কমিশন জানায়, শিবচর পৌরসভার ০৯ কেন্দ্রে ভোট গ্রহনের জন্য সব ধরনের নির্বাচনী প্রম্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারী ভোট গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণও দেওয়া হবে।
এদিকে প্রতিটি কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি খানম ও শিবচর উপজেলার নির্বাহী মাজিস্ট্রেট ও পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান গত কয়েকদিন ধরেই নির্বাচনে প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্গন করতে না পারে সে লক্ষে কাজ করে যাচ্ছেন।
নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ।
এদিকে পৌর নির্বাচনকে সামনে রেখে আগামী ২৬ ফেব্রুয়ারী দিবাগত রাত ১২ টা থেকে ১লা মার্চ সকাল পর্যন্ত নির্বাচনী এলাকায় যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
অন্যদিকে আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৌরসভার ১ নং ওয়ার্ডের (পানির বোতল প্রতীক) প্রার্থী আকতার হোসেন খানকে নির্বাচনী আচরনবিধি ভঙ্গের অভিযোগে দশ হাজার টাকা জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটি ভোটকেন্দ্রে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রের বাড়তি নিরাপত্তার জন্য ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের সাথে ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, ২৬ ফেব্রুয়ারী রাত ১২টা থেকে ১লা মার্চ সকাল পর্যন্ত মোটরসাইকেল ও ২৭ ফেব্রুয়ারী মধ্যরাত থেকে শুরু করে ২৮ ফেব্রুয়ারী রাত ১২ পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এছাড়া রির্টানিং অফিসার অনুমোদিত এজেন্ট ও পর্যক্ষেকদের জন্য এ বিধি শিথিলযোগ্য।
এছাড়া নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও গ্যাস কার্যক্রমে ব্যবহৃত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি জানান, নির্বাচনী কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নির্বাচনে কোনও অনিয়ম দেখলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ, পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ভোটার ১৭৯১৮ জন।এর মধ্য ৯ হাজার ১৭ জন নারী, ৮ হাজার ৯ শ ৬১ জন পুরুষ ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে কেন্দ্র নয়টি ও বুথ ৪৮ ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে মোট ৩১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গত ১২ ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন নির্বাচন কমিশন। এসময় মেয়র পদে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: আওলাদ হোসেন খানকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা।
Leave a Reply