ডেস্ক রিপোর্টঃ
শিবচরের বহেরাতলা ইউনিয়নের ৩ বার নির্বাচিত সাবেক ওয়ার্ড সদস্য ও শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের তিনবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জুয়েল খালাসীর বাবা হাজী হানিফ (কু্ট্টি খালাসীর) দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের যাদুয়ারচর এলাকায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এর আগে রাত ১০ টার দিকে শিবচর উপজেলার ইমাম সমিতির সভাপতি মাওলানা বজলুর রহমানের ইমামতিতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে সন্ধ্যা ৬ টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং থেকে একটি এ্যাম্বুলেন্সযোগে নিহতের মরদেহ তার বাড়ীতে এসে পৌঁছে। এসময় তার ছেলে-মেয়ে ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
উল্লেখ্য, গত দুই দিন ধরে তিনি বাধ্যক্যজনিত সমস্যায় ভুগতেছিলেন।রবিবার দুপুর ১ টার দিকে ঢাকায় চিকিৎসার জন্য রওনা হয়।পথিমধ্যে মুন্সিগঞ্জের মাওয়া চৌরাস্তায় বিকেল ৩ টার দিকে তিনি মারা যান।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply