শিহাবউদ্দিন,শিবচর প্রতিনিধিঃ
আসন্ন শিবচর পৌরসভার নির্বাচন পরিচালনায় দলমত নির্বিশেষে সব নাগরিকের সহযোগিতা চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে শিবচর উপজেলা পরিষদ হল রুমে শিবচর পৌরসভার নির্বাচন-২০২১ উপলক্ষে মেয়র,কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারন আসনে দাখিলকৃত কাউন্সিলর পদে মনোনয়নপত্র বাছাই পরবর্তী আলোচনায় এসব কথা বলেন।
এসময় মোঃ আসাদুজ্জামান বলেন, আজকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করিছি যে নির্বাচনটি যেন আইন, বিধি ও নীতিমালার আলোকে একটি বিশ্বাসযোগ্য, মানুষের আস্থার, যে ভাবে মানুষে নির্বাচন চায় সেভাবে যেন নির্বাচনটি করতে পারি সেজন্য আমি আপনাদের সকলের সহযোগীতা চাই।পাশাপাশি আমরা আপনাদের বলতে চাই এ বছর যেন নির্বাচনকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা কঠোর অবস্থানে থাকবো।আমাদের পর্যাপ্ত আইনসৃঙ্খলা বাহিনী কাজ করবে।
তিনি আরো বলেন,আপনারা প্রার্থীরা যারা রয়েছেন,আপনাদের যেকোন অসুবিধা যেমন আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনার নির্বাচন প্রচারনা করতে দিচ্ছেনা অথবা ওই প্রার্থী নিজেই আচরনবিধি লঙ্গন করছেন তাহলে অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে জানাবেন।আমরা আপনাদের আশ্বস্থ করতে চাই,আপনাদের সঠিক অভিযোগ গুলোকে বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবো।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা শাজাহান মোল্লা, সাবেক পৌরপ্রশাসক বীর মুক্তিযোদ্বা মোসলেম উদ্দিন খান, পৌর আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারন কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আগামী ২৮ ফেব্রুয়ারী এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
Leave a Reply