শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুল লতিফ মোল্লা ১ লাখ ৮৪ হাজার ৬ শত ৩৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী চৌধুরী নাদিরা মিঠু পেয়েছেন ৮ শত ৭৪ ভোট।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) শিবচর উপজেলার ১শ’ ১ টি ভোট কেন্দ্রের সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়।এতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৪ শ ৯৫ জন।
নির্বাচন অফিস আরো জানান, উপজেলায় সকল কেন্দ্রে মোট ভোট পরেছে ১ লাখ ৮৫ হাজার ৫ শত সাত টি। এর মধ্য বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ২ শত ৩৬ টি এবং মোট অনুপস্থিত ভোটের সংখ্যা ৭৭ হাজার ৭ শত ৬৮ টি।
এদিকে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে গতকাল থেকেই ম্যাজিস্ট্রেট, বিজিবি,র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছে।
এদিকে আজ বিকেল চারটার দিকে শিবচরের পাঁচ্চরের নিজ বাসবভনে বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা মিঠু সাংবাদিক সম্মেলনের মাধ্যম নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেন। একই সাথে পুনরায় নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু ভোট দাবী করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান,আজকের শিবচর উপজেলা পরিষদ উপ নির্বাচন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।তবে বিএনপির প্রার্থী তার কোন অভিযোগ রির্টানিং কর্মকর্তাকে অবগত করেননি।
উল্লেখ্য, গত ১০ জুন শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
Leave a Reply