শিহাবউদ্দিন, উপজেলা করেসপন্ডেন্টঃ
শিবচরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উদযাপন করা হয়েছে
শুক্রবার (২৬ মার্চ)দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে ব্যাপক কর্মসূচী পালন করেছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭১ চত্ত্বরে বঙ্গবন্ধু মুর্যালে ও র্যালী সহকারে থানা সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয় । উপজেলা আওয়ামীলীগ,সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন । পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু মূর্যালে পুস্পস্তবক অর্পন করেন নেতৃবৃন্দ। পরে আওয়ামীলীগ কার্যালয় থেকে আওয়ামীলীগ , যুবলীগ , ছাত্রলীগ , সেচ্ছাসেবকলীগ নেতা কর্মীদের অংশ গ্রহনে বিশাল এক র্যালী বের করা হয় । র্যালীটি ৭১ চত্ত্বরে বঙ্গবন্ধু মুর্যালে স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পনের মধ্যমে শেষ হয়। এসময় পৌরসভা, প্রেস ক্লাব,জাতীয় মহিলা সংস্থা, শেখ ফজিলাতুন নেছা সরকারী বালিকা বিদ্যালয় সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়,একটি বাড়ি একটি খামার,যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ , দূর্নীতি প্রতিরোধ কমিটি , উপজেলা ক্লিনি হাসপাতাল মালিক সমিতি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে স্ব স্ব ব্যানারে র্যালী ও পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয় ।
পরে হাতির বাগান মাঠে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো: মিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন। কুচকাওয়াজ শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়। পরে উপজেলার নূর-ই আলম চৌধুরী অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় ।
এছাড়া বেলা সাড়ে ১১ টা থেকে স্থানীয় নুর ই আলম চৌধুরী অডিটোরিয়ামে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানেে সভাপতিত্বে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানগুলোতে পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান, ওসি (তদন্ত) আমির হোসেন, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান , ফাহিমা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান চৌধুরীসহ উপজেলা প্রশাসন,সরকারি ও বেসরকারি স্কুল,কলেজ ও অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply