মোঃ শিহাব উদ্দিন,উপজেলা প্রতিনিধি, শিবচরনিউজ২৪
শিবচরের রেডজোনে বসবাসরত নিম্ন আয়,ভ্যান চালক ও কর্মহীন মানুষের মাঝে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে চাল ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে শিবচর পৌরসভার প্রায় ১ হাজার ২০ টি নিন্ম আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ১৮০ পরিবারের মধ্য ১০ কেজি চাল ও ৫০০ টাকা করে বিতরন করা হয়।
এসময় শিবচর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন সকলের উদ্দেশ্য বলেন, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মহোদয়ের পক্ষ থেকে রেড জোনের নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে খাবার সহায়তা দিচ্ছি।আপনাদের কাছে অনুরোধ আপনারা বিনা প্রয়োজনে বাহিরে যাবেনা,সাবান দিয়ে হাত ধোবেন,মাস্ক পড়বেন।
Leave a Reply