শিবচর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরে করোনা সংক্রমন রোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তিনটি স্বাস্থ্য কেন্দ্রে হাইফ্লো নেজাল ক্যানোলাসহ জরুরী চিকিৎসা সামগ্রী বিতরন করেছে জেলা পরিষদ।
রবিবার(১৮ এপ্রিল) সকালে জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা জন্য বিশেষায়িত হাসপাতাল বহেরাতলা হাজী কাশেম উকিল মা ও শিশু কল্যান কেন্দ্র ও দত্তপাড়া চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু কল্যান কেন্দ্রর জন্য হাই ফ্লো নেজাল ক্যানোলা ২টি, অক্সিজেন কনসেনট্রেটর ২টি এবং ৪ টি পালস অক্সিমিটার দেয়া হয়।
সম্প্রতি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসলে জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী করোনা রোগীদের জন্য উল্লেখিত সামগ্রী দেয়ার ঘোষনা দেন। করোনা প্রতিরোধে মাদারীপুর জেলার ৪ টি উপজেলায় প্রায় ৩০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী জেলা পরিষদের পক্ষ থেকে বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ, জেলা পরিষদের সদস্য শাহারিয়ার হাসান খান রানা, আয়শা সিদ্দিকা মুন্নী সহ অন্যরা।
উপজেলা আওয়ামীলীগের সাধারন ডা. মো. সেলিম বলেন, ‘করোনা প্রতিরোধে দেশের প্রথম করোনা সংক্রমিত এলাকা শিবচরে প্রথম ২০ শয্যার আইসোলেশন সেন্টার স্থাপন করেন চীফ হুইপ মহোদয়। সেই আইসোলেশন সেন্টারে হাইফ্লো নেজাল ক্যানোলা , অক্সিজেন কনসেনট্রেটর , পালস অক্সিমিটার,উন্নত মানের খাবার সুবিধা রয়েছে। কয়েকদিন আগে চীফ হুইপ মহোদয় ও জেলা পরিষদের চেয়ারম্যান হাসপাতালে এসে আরো সামগ্রী দেয়ার ঘোষনা অনুসারে এসকল সামগ্রী সংযুক্ত হওয়ায় ২০ জন করোনা রোগী একসাথে উন্নত চিকিৎসা পাবেন।’
জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী বলেন, ‘চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ মাদারীপুরের ২ সংসদ সদস্যর পরামর্শক্রমে ৪ হাসপাতালে করোনা রোগীদের জন্য উন্নতমানের এ চিকিৎসা সামগ্রী দেয়া হয়েছে। এর ফলে করোনা রোগীদের অক্সিজেন সহজলোভ্য হবে, উন্নতমানের চিকিৎসা পাবে।
Leave a Reply