আবু সালেহ রওশাদ, ষ্টাফ করেসপন্ডেন্ট,
সেচ্ছাসেবী সংগঠন সেবা ৭১ এর উদ্যেগে শীতার্ত গরীর ও অসহায়দেে মাঝে দুই শত কম্বল বিতরন করা হয়েছে।
শুক্রবার (১৮ ই ডিসেম্বর) সকালে বন্দরখোলা শহীদ স্মৃতি কিন্ডারগার্টেে প্রতিবছরের ন্যায় এই বছরও এই আয়োজন করা হয়।
জানাযায় ইতিপুর্বে বন্য, নদী ভাঙ্গন সহ সকল দুর্যোগে এই সংগঠন মানবতার পরিচয় দিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন।
Leave a Reply