ডেস্ক রিপোর্টঃ
দেশে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরের সকল ইউনিয়নে প্রার্থীতা উম্মুক্ত রেখেছে বাংলাদেশ আওয়ামীলীগ।
সোমবার (১৫ মার্চ) দুপুরে গনভবনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে সংগঠনটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত ২৩ জানুয়ারি শিবচরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতক্রমে শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীতা উম্মুক্ত রাখার সুপারিশ গ্রহন করা হয়। পরে সভার রেজুলেশন আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ১ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরের ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।এর মধ্য উপজেলার কাদিরপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করার কথা রয়েছে।
Leave a Reply