ডেস্ক রিপোর্ট
বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষায় শিক্ষিত আগ্রহী বেকার যুবক/যুবমহিলাদের জাতি গঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচী (৮ম পর্ব) এর আওতায় শিবচর উপজেলায় ০৩ মাস ব্যাপী প্রশিক্ষন কোর্স এর শুভ উদ্ভোদন করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারী) বিকেল ৩ টার দিকে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে স্থানীয় নুর ই আলম চৌধুরী অডিটোরিয়ামে মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন প্রধান অতিথি হিসেবে কোর্সের শুভউদ্বোধন করেন।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এসএসএম মইনুল আহসান,শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান ও শিবচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।
সংস্লিষ্ট সুত্রে জানা যায়, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অনুমোদিত নীতিমালা অনুযায়ী শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের দশটি সুনির্দিষ্ট মডিউলে তিন মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ প্রদানের পর জাতি গঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ১০০/- টাকা হারে প্রশিক্ষণ ভাতা এবং প্রশিক্ষণোত্তর অস্থায়ী কর্মসংস্থানে নিয়োজিত হওয়ার পর দৈনিক ২০০/- টাকা হারে কর্মভাতা প্রদান করা হবে। কর্মভাতা হতে প্রত্যেকে মাস শেষে ৪০০০ টাকা নগদ পাবে এবং অবশিষ্ট ২০০০ টাকা সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে জমা থাকে যা অস্থায়ী কর্মের মেয়াদ পূর্তিতে ফেরত প্রদান করা হবে।
সুত্রটি আরো জানান, অস্থায়ী কর্মসংস্থান উপজেলা প্রশাসন, আইন শৃংখলা রক্ষা, স্কুল, কলেজ, মাদরাসা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক ও বিভিন্ন সেবামূলক সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে সৃষ্টি করা হয়েছে। কর্মসূচির প্রশিক্ষণ ও অস্থায়ী সংযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন যুবক/যুবমহিলা কর্ম-সমাপনান্তে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সক্ষম হবেন।
এসময় মাদারীপুর সহ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মশিহুর রহমান খন্দকার, শিবচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কৃঞ্চ মালাকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply