শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
“মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশি সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেবার জন্য শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে বাহাদুপুর শরিয়াতিয়া মাদ্রাসার মাঠে শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও পাঁচ্চর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিট পুলিশিং এর অফিস উদ্বোধন করেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।
এসময় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহাদুরপুর পীর মন্জিলের গদীনসীন পীর আবদুল্লাহ মোহাম্মদ হাসান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন পাচ্চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিব উদ্দিন আহম্মেদ সোয়েব মিয়।ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মিয়া মিঠু,শিবচর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ হোসেন মাদবরসহ এলাকার প্রায় সাত শতাধীক গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথির বক্তব্য মোহাম্মদ মাহবুব হাসান বলেন,শিবচরে আমাদের মোট বিশটি বিট রয়েছে। প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে বিট পুলিশিং অফিস চালু করা হয়েছে। পুলিশি সেবাকে জনগনের দোড়গোড়ায় নিয়ে যেতে আমাদের কার্যক্রম। বিট পুলিশিং এর মাধ্যমে অপরাধ কমিয়ে আনতে জনগনের সাথে পুলিশের নিবির সম্পর্ক তৈরি হবে। মাদকসহ সামাজিক অপরাধ এর মাধ্যমে নিয়ন্ত্রন করা সম্ভব।আপনারা যদি আমাদের সহযোগীতা করেন তাহলে আমরা অচিরেই মাদকসহ সকল অপরাধ নির্মুল করতে পারবো।
Leave a Reply