প্রতিনিধি শিবচরঃ
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরন করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট ) দুপুরে শিবচর উপজেলা দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর মাহফুজা নিশাত বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক(পুর্নবাসন)
মহব্বত জান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সি,এস,সি,
কর্নেল আজম ও সি,এস,সির কনসালটেন্ট শ্যামা প্রসাদ বেপারী।
বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী (সিএসসির) সহযোগিতায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের
পূর্নবাসন কর্যক্রম বাস্তবায়নকারী বেসরকারী সংস্থা ডরপের আয়োজনে শিবচরে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে এ ক্ষতিপূরণ প্রদান করা হয়। এসময় ৩ শত১৯ জন ক্ষতিগ্রস্তের মাঝে প্রায় ৫ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৮ শত ৮২ টাকার চেক বিতরণ করা হয়।
এসময় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের
পূর্নবাসন কর্যক্রম বাস্তবায়নকারী বেসরকারী সংস্থা ডরপ জানায় , ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত (পিবিআরএলপি ফেস ১) এর আওতায় সর্বমোট ৫ হাজার ২ শত ৬২ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্য মোট ১ শত ২৫ কোটি ৭৩ লক্ষ ৫৮ হাজার ৮ শত ৮২ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
এসময় প্রধান অতিথি বলেন,চেক প্রদানে কিছুটা বিলম্ব হলেও আমরা চাই পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ক্ষতিগ্রস্তরা যাতে প্রত্যেকে তার নিজেদের ক্ষতিপূরণের টাকা নিজেরাই গ্রহণ করতে পারেন, সেই ব্যবস্থা আমরা করেছি। এ কারণে আমরা অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকের হাতে চেক তুলে দিচ্ছি।’
এসময় আরো উপস্থিত ছিলেন বেসরকারী সংস্থা ডরপের রি সেটেলমেন্ট কো অর্ডিনেটর এ্যাভাইসর, মেজর (অবঃ) এবিএম আমিনুল ইসলাম, ডরপের পরিচালক (পূর্নবাসন) লুৎফর কবির চৌধুরী, ডিটিএল ওমর ফারুক ও ডরপের এরিয়া ম্যানেজার (মাওয়া টু ভাঙ্গা)মোঃ তানভির আহমেদ, ডরপের ডেপুটি ট্রেনিং কোঅর্ডিনেটর মোঃ অহিদুজ্জামান লিটনসহ অন্যন্যরা।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply