আবু সালেহ রওসাদ,ষ্টাফ করেসপন্ডেন্টঃ
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি শিবচর উপজেলা শাখার উদ্যোগে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে।
শিবচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।
রবিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।
এছাড়া আগামী ২২ থেকে ২৬ নভেম্বর এবং ২৯ থেকে ৩০ নভেম্বর অফিস চত্ত্বরে ব্যানার, পোস্টারসহ অবস্থান কর্মসূচি পালিত হবে বলেও জানা যায়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী মোঃ খোকন মিয়া বলেন, বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা মাঠ প্রশাসনে কর্মরত চাকরিজীবীদের পদ-পদবী ও গ্রেড পরিবর্তন অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য আমরা এ কর্মবিরতি পালন করছি।
তিনি আরো বলেন, আমাদের এই যৌক্তিক দাবী পূরণ না করা হলে আগামী ৫ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশ করা হবে। আমরা চাই না আমাদের কর্ম ফেলে রেখে বাইরে আন্দোলন করি। তাই আমাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply