ডেস্ক রিপোর্টঃ
শিবচরে ঐতিহাসিক ৭ ই মার্চ ও ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ মার্চ) বিকেল ৪ টা থেকে প্রায় দেড় ঘন্টা ব্যাপী উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা আবদুল লতিফ মোল্লা,শিবচর পৌরসভার নবনির্বাচিত মেয়র আওলাদ হোসেন খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌরসভার সাবেক পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্বা মোসলেম উদ্দিন খান, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাকিবুল হাসান, শিবচর থানার ওসি মিরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
সভায় উল্লেখিত দিবস সমূহ পালন সম্পর্কে আলোচনা ও করনীয় সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়।
Leave a Reply