ডেস্ক রিপোর্টঃ
প্রথম ধাপে অনুষ্ঠিত শিবচর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।ইতমধ্য মধ্যে নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাচন কমিশন জানায়, শিবচর উপজেলার ১৩ টি ইউনিয়নে আগামী ১১ এপ্রিল ভোট গ্রহন করা হবে।সে জন্য সব ধরনের নির্বাচনী প্রম্তুতি নিচ্ছে উপজেলা ও জেলা প্রশাসন।
এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করতে মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান ও উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এম রাকিবুল হাসান গত কয়েকদিন ধরেই নির্বাচনে প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্গন করতে না পারে সে লক্ষে কাজ করে যাচ্ছেন।
এদিকে আজ সন্ধায় শিবচরের বাশকান্দি ও দ্বিতীয়খন্ড ইউনিয়নের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে কয়েকজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা নির্বাচনে প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্গন করতে না পারে সে লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তারা কয়েকজন প্রার্থী ও সমর্থকদের নির্বাচনের আচরনবিধি সম্পর্কে দিকনির্দেশনা ও সতর্ক করেন।
শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন, ‘নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ‘
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে। নির্বাচনে কোন অনিয়ম দেখলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply