মাসুদ রানা রবিন:
মাদারীপুর জেলার শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে মনোনয়ন পত্র জমা দেওয়ার কারনে ৬ চেয়ারম্যান প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতাবার(১৭ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার( ভূমি) এম. রাকিবুল হাসান এ জরিমানা করেন।
জানা গেছে, আগামী ১১ এপ্রিল উপজেলার ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধিকে তোয়াক্কা না করে অতিরিক্ত জনসমাগম করে মনোনয়নপত্র জমা দিতে আসেন।এই দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানাকৃতরা হচ্ছেন উপজেলার নিলখী ইউনিয়নের বাবুল খালাশী, বাঁশকান্দি ইউনিয়নের টিএম ফারুক , মাদবরেরচর ইউনিয়নের মিজানুর রহমান ও হারুন অর রশীদ, কুতুবপুর ইউনিয়নের মানোয়ার হোসেন ও দত্তপাড়া ইউনিয়নের মনিরুজ্জামান টুকু।
শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান বলেন,’নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে মোটরসাইকেল বহর নিয়ে তারা নির্বাচনী ফর্ম জমা দিতে আসায় তাদেরকে এ জরিমানা করা হয়েছে’
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে উপজেলার কাদিরপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের কথা রয়েছে।
Leave a Reply