শিবচর করেসপন্ডেন্টঃ
শিবচরে আগুন পুড়ে শিল্পী বেগম (৩৭) নামের এক মানষিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মে) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে শিবচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের তালুকদার কান্দি গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত শিল্পী বেগম ওই এলাকার আবদুল বারেক তালুকদারের মেয়ে।বেশ কয়েকবছর ধরে তিনি মানষিক সমস্যায় ভুগতেছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শিল্পী বেশ কিছু বছর ধরে মানষিক সমস্যায় ভুগতেছিলো।মাঝে মাঝে নিজ পরিবার ও এলাকায় লোকজনকে গালাগালি করতো।এক পর্যায়ে গত কয়েকদিন ধরে তাকে তাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়।আজ রাতে ওই ঘরটিতে মশার কয়েল থেকে আগুন লাগলে কয়েক মিনিটের মধ্য ঘরটি পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে নিতে ৩০ মিনিট সময় লাগে। এরইমধ্যে আগুনে ঘরটি একেবারে পুড়ে যায়।এ সময় ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে তার মৃত্যু হয়।এসময় ঘরে থাকা একটি ছাগলও পুড়ে মারা যায়।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস জানান,আগুন লাগার খবর শোনার পরে আমরা ঘটনাস্থল যেতে না যেতেই আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।এসময় ঘরে থাকা একজন মহিলা আগুনে পুড়ে মারা যায়। আমরা লাশটি উদ্ধার করে শিবচর থানা পুলিশের নিকট হস্তান্তর করি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান,ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সুত্রপাত। আগুনে ঘরের জিনিসপত্রের সঙ্গে তিনিও দগ্ধ হয়ে মারা যান।আমরা মরদেহটি উদ্বার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেছি।পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply