ডেস্ক রিপোর্টঃ
“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে মাদারীপুরের শিবচরে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ ডিসেম্বর) বিকেল চারটার দিকে শিবচরের শেখপুর বাজারে এ সভাটি অনুষ্ঠিত হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অতিরিক্ত পুলিশ সুপার(শিবচর সার্কেল) মোঃ আবির হোসেন,শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম,বাশকান্দি ইউপি চেয়ারম্যান আবুল বাসার মিয়া ও বাশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ মল্লিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করবে বিট পুলিশিং। তাই স্থানীয় মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ, জঙ্গী, ইভটিজার, বাল্যবিয়ে, যৌতুকসহ যেকোনো সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ, থানা পুলিশের সদস্যসহ বাশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply