আবু মুছা রওসাদঃ
করোনাভাইরাস বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে আলোচিত ও উদ্বেগের বিষয়। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। করোনা সংক্রমণ প্রতিরোধে সর্বাধিক কার্যকর ব্যবস্থা হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করা। মাস্ক ব্যবহারের মাধ্যমে করোনাভাইরাস সহ অন্যান্য জীবাণু থেকেও পরষ্পরকে রক্ষা করা সম্ভব। হাজী আঃ রহমান খাঁন সাদ্দাম এর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ইউনিয়নব্যাপি সকলের মাঝে মাস্ক বিতরন কর্মসূচির শুরু হয়েছে।
শিবচরের বন্দরখোলায় শুক্রবার (২৩ শে এপ্রিল) হতে ইউনিয়ন ব্যাপী মাস্ক বিতরন কার্জক্রম শুরু হয়।
জানা যায় তরুন এই আওয়ামীলীগ নেতা করোনার শুরুলগ্ন থেকেই ইউনিয়নবাসীর পাশে সেবা নিয়ে দাঁড়িয়েছেন। এটি তার মাস্ক বিতরনের ২য় পর্ব। বন্যা কবলিত বন্দরখোলায় বানভাসি মানুষের দৈনিক তিনবেলা আহার কর্মসূচিতে তিনি জনগনের নিকট প্রসংশিত হয়েছেন।
Leave a Reply