শিবচরনিউজ২৪.ডেস্কঃ
মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুর করিম তালুকদার মাছুম (৩৮) মারা গেছেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২ টা ৫০ মিনিটে দিকে তাঁর মৃত্যু হয়।
মাহফুজুর করিম তালুকদার গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
তাঁর চাচাতো ভাই নুর আলম তালুকদার বলেন,গত কয়েক মাস ধরে তিনি লিভারের সমস্যা ভুগতেছিলেন।আজ দুপুরে হঠাৎ অসুস্থ হওয়ার পর তাঁকে ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্য শিবচরের পাচ্চর নামক জায়গায় তার মৃত্যু হয়।
উল্লেখ, তার বাবা রেজাউল করিম তালুকদার,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গত বছর এই দিনে মৃত্যু বরন করেন।
Leave a Reply