মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে শিক্ষা জাতীয়করণের দাবীতে মাধ্যমিক শিক্ষকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে ৩ ঘন্টা ব্যাপী শহরের পৌরসভা ঈদগাহ ময়দান থেকে জেলাসহ পাঁচ উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে সহস্রাধিক শিক্ষক একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় এক কিলোমিটার দূরে জেলা প্রশাসকের ক্যাম্পাসে গিয়ে শেষ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের এক দফা দাবি মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়া না হয় ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।’
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মরকলিপি মাদারীপুর জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন শিক্ষক নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আকমল হোসেন, সাধারণ সম্পাদক লালমিয়া জমাদার, সদর উপজেলা সভাপতি কাজী ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাতুব্বর, কালকিনি উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, শিবচর উপজেলা সভাপতি মো. সামসুল হক, সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, রাজৈর উপজেলা সভাপতি সৈয়দালী মিয়া, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন শিকদার, ডাসার উপজেলার সাধারণ সম্পাদক সৈয়দা ইসরাত ইমাম, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক নেতা মো. জাহিদুজ্জামান জাহিদ প্রমুখ।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply