শিবচরনিউজ২৪.কম ডেস্ক:
মুজিববর্ষ উপলক্ষ্যে শিবচরের কাদিরপুরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন কর্মসুচির উদ্ভোধন করা হয়।
শনিবার (৪ জুলাই) বেলা ১১ টার দিকে কাদিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে কাদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের অর্থায়নে বিভিন্ন প্রকার ফলজ, বনজ, ঔষুধি গাছের চারা রোপণ কর্মসুচির উদ্ভোধন করা হয়।
:
জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব শতবর্ষ” উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে। সেই নির্দেশনার লক্ষে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি’র অনুপ্রেরণায় বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ কর্মসুচির উদ্ভোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামীলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মাদবর, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ হোসেন পাশা, কাদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফুজলুল হক মুন্সী,কাদিরপুর উচ্চবিদ্যায়ের প্রধান শিক্ষক শওকত হোসেনসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
Leave a Reply