ষ্টাফ করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪
“মুজিব বর্ষের অঙ্গিকার,সড়ক হবে সংস্কার”এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শিবচরের উদ্যোগে গ্রামীন সড়ক রক্ষনাবেক্ষন মাস অক্টোবর ২০২০ এর শুভ উদ্ধোধন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর ) সকাল ১০ টার দিকে শিবচর – উমেদপুর আঞ্চলিক সড়কে উপজেলা এলজিইডির প্রকৌশলী ইকবাল হোসনের সার্বিক তত্বাবধায়নে শিবচর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে এ কাজের শুভ উদ্বোধন করেন।
এলজিইডি, মাদারীপুর এর প্রকৌশলী বাবুল আখতারের দিকনির্দেশনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম. রাকিবুল হাসান ও উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ লতিফ মুন্সি।
শিবচর উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অক্টোবর মাসকে মুজিববর্ষ মাস হিসেবে উল্লেখ করে নিমার্ণ কাজের রক্ষণাবেক্ষণ আরো গতিশীল করা হয়েছে। যে সমস্ত উন্নয়ন মূলক কাজ ও অন্যান্য প্রকল্প গুলো করেনি, তা আমরা এলজিইডি‘র মাধ্যমে মাসব্যাপী করব।‘
এসময় এলজিইডি শিবচর এর উপজেলা সহকারী প্রকৗশলী এ কে এম আসাদুজ্জামান, সহকারী প্রকৗশলী মোশারফ হোসেনসহ আরো অনেকই উপস্থিত ছিলেন।
Leave a Reply