মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর শহরের শকুনী লেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা।
শুক্রবার(১ অক্টোবর) সকাল থেকে
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগীতা শুরু হয়।এতে ৬২টি মৎস্য শিকারীর দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
জানা গেছে, বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতায় মাদারীপুর জেলার অন্যান্য উপজেলা, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, ঢাকা, মাগুরা, খুলনা, ঝালকাঠিসহ বিভিন্ন জেলা থেকে মৎস্য শিকারীরা মাছ ধরার এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। মাছ ধরার প্রতিযোগিতা চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত।
এক একটি গ্রুপের জন্য বাঁশ দিয়ে একটি করে মাচা তৈরী করা হয়েছে। প্রতি মাচার টিকেটের মূল্য রাখা হয়েছে ৪ হাজার টাকা। ৬২টি গ্রুপের কাছে ২ লাখ ৪৮ হাজার টাকার টিকিট বিক্রি করেছে জেলা প্রশাসন। এ সময় প্রত্যেক গ্রুপকে জেলা প্রশাসন থেকে একটি করে টি শার্ট ও ক্যাপ দেয়া হয়েছে।
মৎস্য শিকারীরা জানান, ‘মাছ ধরার প্রতিযোগিতা সত্যিকার অর্থেই আনন্দের। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকেই কোন মাছ পায়নি। কেউ আবার ছোট বা বড় দুই/একটা পেয়েছে। দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। ধারনা করা হচ্ছে এ বছর লেকে মাছ কম রয়েছে।’
জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো. মনোয়ার হোসেন বলেন,’জেলার পর্যাটনের পরিচিতি বৃদ্ধির জন্য এ বছর কিছুটা ভিন্নভাবে শকুনী লেকে মাছ শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দেশের বিভিন্ন জেলা থেকে ৬২ টি গ্রুপ মাছ শিকার করার জন্য মাদারীপুরের এই শকুনী লেকে এসেছে। লেকে প্রচুর বড় বড় মাছ রয়েছে।আমরা প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেককে একটি করে টি শার্ট, ক্যাপ, মগ ও শুভেচ্ছা উপহার দিচ্ছি। প্রথম তিনজনকে বিশেষভাবে পুরস্কার প্রদান করা হবে।’
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply