শিবচরনিউজ২৪ডেস্কঃ
মাদারীপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা ম্যাজিষ্টেট ও জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম এক গনবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষনা দেন। আজ রাত ১০টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।
এই আদেশের বলে এই জেলা থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না এবং অন্য জেলা থেকে এ জেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। এমনকি আন্তঃ উপজেলা যাতায়াত ও এসময় সম্পূর্ন বন্ধ থাকবে বলে ওই আদেশে জাননো হয়েছে।
এছাড়া জেলায় সকল ধরনের গন পরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পন্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস,ফায়ার সার্ভিস,টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মি ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরী পরিসেবা এর আওতা বহির্ভুত থাকবে।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে খবর দিয়ে সেবা নিন।
Leave a Reply