ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,মাদারীপুর।
মাদারীপুর জেলা বিএনপির সভাপতি আবু বক্কর মুন্সী (৭৬) আর নেই। ( ইন্নালিল্লাহি… রাজিউন)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক ও দলীয় সুত্রে জানা যায়, গত ২ সপ্তাহ আগে আবু বক্কর মুন্সী ব্রেইন স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।সেখানে গত ২৮ আগষ্ট তার অপারেশন করানো হয়।পরে জ্ঞান না ফেরায় সেখানে আইসিইউতে রাখা হয়। আজ ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মঙ্গলবার বাদ আছর মাদারীপুরে তার নিজ গ্রাম হাজরাপুর জামে মসজিদ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
এই বর্ষীয়ান রাজনীতিবিদ ১৯৯৭ সাল থেকে অদ্য পর্যন্ত একটানা তিনবার মাদারীপুর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহান্দার আলী জাহান বলেন,আমাদের দলের এই দুঃসময়ে আমারা একজন অবিভাবককে হারালাম।তার মৃত্যুতে মাদারীপুর জেলা বিএনপি একজন নেতাকে হারালো।
Leave a Reply