মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ব্যাটারী চালিত চোরাই অটোভ্যান উদ্ধারসহ জড়িত সন্দেহে ৪ আসামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ এবং তাদের কাছ থেকে ৪টি অটোভ্যান উদ্ধার করা হয় ।
শুক্রবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ কামরুল হাসান।
পুলিশ জানায়, ২৩ নভেম্বর রাতে মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রায়হান সিদ্দকী শামীম ও আবুল কাসেম খানের নেতৃত্বে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের মাছের আড়তের পেছন থেকে ২ টি ব্যাটারী চালিত অটোভ্যান ও অটোভ্যান চোর চক্রের সদস্য মাদারীপুর সদরের রাজু হাওলাদার (২৫) ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার সাইফুল প্যাদাকে (২৬) আটক করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে মাদারীপুরের মোল্লাদী বাজিতপুর গ্রামের জাফর হাওলাদার (৫২) ও সমাদ্দার ব্রীজ এলাকার খোকন সরদার (৫৮) কে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ কামরুল হাসান বলেন, ‘আসামীরা দীর্ঘদিন ধরেই চোরাই চক্রের সদস্য হয়ে বিভিন্ন ধরনের মালামাল চুরি করে আসছিলেন।গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply