মাদারীপুর প্রতিনিধিঃ
“সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম বলেন, করোনা সংক্রমণের হার কমেছে। গেল সপ্তাহে কয়েকটি উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় ছিল। যা আমাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। তবে এই অবস্থায় সংক্রমণ যেন না বাড়ে, তার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”
মাদারীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৬ শতাংশ। আর আক্রান্ত হয়েছে দুজন। রবিবার সকালে জেলা বিভাগ এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত একদিনে আরো ৪২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে দুজনের। এ নিয়ে মাদারীপুর জেলায় আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার সাতজন।
গত ২৪ ঘণ্টায় কোন মৃত নেই। মোট মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৫৮ জনে। গত একদিনে সেরে উঠেছেন একজন। তাকে নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৬৮৪ জন।
মাদারীপুর সিভিল সার্জন অফিসের তথ্য মতে, এই পর্যন্ত জেলায় করোনা পজিটিভ সাত হাজার সাতজনের মধ্যে সদর উপজেলায় তিন হাজার ২৩০ জন, কালকিনি উপজেলায় এক হাজার ৬০ জন, রাজৈর উপজেলায় এক হাজার ৩৬১ জন ও শিবচর উপজেলায় এক হাজার ৩৫৬ জন। মৃত্যুর হার শূন্য দশমিক ৮ শতাংশ। বতর্মানে চিকিৎসাধীন রোগী ২৬৩ জন। যার মধ্যে হাসপাতালের আইসোলেশনে নয়জন ও হোম আইসোলেশনে ২৫৪ জন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম বলেন, করোনা সংক্রমণের হার কমেছে। গেল সপ্তাহে কয়েকটি উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় ছিল। যা আমাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। তবে এই অবস্থায় সংক্রমণ যেন না বাড়ে, তার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply