শিবচরনিউজ২৪.কমঃ
মাদারীপুর সদর উপজেলার হাজিরহাওলা এলাকায় নূর আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে আজ ভোর রাতে ১৫টি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।
নিহত নূর আলম হাজিরহাওলা এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার হাজিরহাওলা এলাকায় ইলিয়াস হাওলাদার ও কালাম দারোগা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ কালাম দারোগার লোকজন ইলিয়াস হাওলাদারের কর্মী নূর আলমকে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় নূর আলমকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। নূর আলমের মৃত্যুর খবর রাতে এলাকায় পৌঁছালে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। বিক্ষুব্ধ লোকজন রাত ৩টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এলাকার অন্তত ১৫ ঘরবাড়ি পুড়িয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন
Leave a Reply