মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ইয়াবাসহ বোরহান উদ্দিন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সন্ধ্যায় সদর উপজেলার ছিলারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে বাগেরহাটের মোল্লারহাট এলাকার আব্দুল আলিমের ছেলে।
ডিবি পুলিশের সূত্র জানায়, ছিলারচর এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে ছিলারচর থেকে ১৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
এ ব্যাপারে মাদারীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও একই অভিযানে প্রায় এক লাখ টাকা আট জুয়ারীকে গ্রেপ্তার করে তাদের আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের কারাগারে প্রেরণ করেছে।
Leave a Reply