মাদারীপুরে অবৈধ সিসা কারখানায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুরঃ
মাদারীপুরে অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার(২৯ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শাওন ব্যাটারি নামের একটি কারখানায় পুরাতন ব্যাটারি কিনে তার মধ্যে থেকে সিসা বের করে গলানো হয়। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। স্থানীয়রা জেলা প্রশাসনকে জানালে বিকেলে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় কারখানা থেকে সিসার তৈরি অনেকগুলো বোল জব্দ করা হয়। এছাড়াও এ ধরনের কারখানা স্থাপনের অনুমতিপত্র ও পরিবেশের ছাড়পত্র না থাকায় কারখানার মালিক ফারুক সরদারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন জানান, ‘কারখানাতে ব্যাটারি থেকে সিসা বের করে গলিয়ে বড় বোলের মতো পাটা তৈরি করছে। যা পরিবেশর জন্য ক্ষতিকর। তাছাড়া কারখানা স্থাপনের কোন লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্রও তাদের ছিল না।
এ সকল অপরাধের কারণে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়।’
Leave a Reply