মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে অপহরনের ৫ দিন পর নোভা চোকদার নামে ১৫ বছর বয়সী এক ইতালী প্রবাসী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(১৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে মাদারীপুর শহরের কলেজ গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন এখনো পলাতক রয়েছে ।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা শনিবার সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়,নোভা তার এক আত্মীয় মারা যাবার খবর পেয়ে ৮ বছর পর মা-বাবার সাথে ইতালী থেকে মাদারীপুর শহরের শকুনী এলাকার ফুপুর বাড়িতে বেড়াতে আসে। গত সোমবার সকালে ফুপুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে কিশোরীকে মাইক্রোবাসে তোলে কয়েকজন যুবক।
এরপরেই নিখোঁজ থাকে কিশোরী নোভা। এই ঘটনায় পরদিন ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪ জনের নামে সদর মডেল থানায় মামলা করে মেয়েটির বাবা। পরে অভিযান চালিয় ১ দিন পরে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
এদিকে শুক্রবার রাতে ওই কিশোরী ও প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওনের অবস্থান জানতে পেরে মাদারীপুর শহরের কলেজ গেইট এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাওন। এ সময় একটি বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার মেডিকেল পরীক্ষা শেষে নোভাকে আদালতে তোলা হবে বলে জানান পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান,অপহরণের পর থেকেই আমরা তাকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছিলাম। থানায় মামলা হলে আমরা দুজনকে গ্রেপ্তার করি। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আমরা অপহৃত কিশোরীর লোকেশন শনাক্ত করি।অপহৃত কিশোরীকে মেডিকেল পরীক্ষা শেষে আদালতে নেয়া হবে। পরে জবানবন্দি শেষে আদালতের সিদ্ধান্তে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।’
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply