ভাঙ্গা করেসপন্ডেন্টঃ
বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের পরিচালনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৫ দিনব্যাপী ৭২৭ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে।
বাংলাদেশ স্কাউটস,ফরিদপুর জেলা কমিটির ব্যবস্থাপনায় ১৫-১৯ জানুয়ারি/২০২১) ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে এই কোর্সটি শুরু হয়।
কোর্সের চতুর্থ দিনে (১৮ জানুয়ারী) বেলা ১১ টার দিকে কোর্সটি কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউট এর পরিচালক (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মোহাম্মদ গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন কোর্সের সহকারী লিডার ট্রেইনার মোঃ মহিউদ্দিন,সহকারী লিডার ট্রেইনার মোসলেহ উদ্দিন আহমেদ , সহকারি লিডার ট্রেইনার আবদুস সালাম, সহকারি লিডার ট্রেইনার সাহিদুর রহমান বাবু, সহকারি লিডার ট্রেইনার ফরিদ আহম্মেদ,দি বাংলাদেশ টুডের শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্নরা।
এসময় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিক গুনাবলী তৈরীতে স্কাউট আন্দোলনের বিকল্প নাই। এছাড়াও তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং দল গঠনের আহবান জানান।
এই কোর্সে ভাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন মহিলা ও ১৫ জন শিক্ষকঅংশগ্রহন করছে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply