কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ রাব্বি তালুকদার (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০ টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি উপজেলার পশ্চিম কালিনগর গ্রামের কালাই তালুকদারের ছেলে ও স্থানীয় কালিনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নিহতের বাবার সাথে নিজ জমিতে সেচের মাধ্যমে পানি দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে সেখানে পানি দেয়ার জন্য মোটরের সুইচ দিলে রাব্বি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে রাব্বির চিৎকার শুনে তার বাবা ও স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, “স্কুলছাত্র রাব্বিকে হাসপতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তার লাশ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।”
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র রাব্বি নিহত হয়েছে।ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।”
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply