মাদারীপুর প্রতিনিধিঃ
প্রায় সাড়ে তিন বছর পর জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়কপথে এই যাত্রায় প্রধানমন্ত্রীর পুত্র ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও তার সঙ্গে রয়েছেন।
এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের অংশে মানুষের ঢল দেখা গেছে।
সোমবার সকাল থেকেই মাদারীপুর জেলা আওমীলীগের ও স্থানীয় নেতা কর্মীরা এক্সপ্রেস ওয়ের বিভিন্ন অংশে আসতে শুরু করে।এতে এক্সপ্রেসও পদ্মা সেতুর জাজিরা থেকে শিবচরের দত্তপাড়া এলাকা পর্যন্ত এলাকার দুপাশে নির্দিষ্ট স্থানে মানুষের ভীড় দেখা যায়।তাদের হাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারও রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে পুরো এক্সপ্রেস ওয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন স্মৃঙ্খলা বাহিনী। এখানে যানবাহন ও সাধরনের চলাচল সীমিত করে রাখা হয়।
আবদুল হালিম নামে শিবচরের এক আওয়ামী নেতা বলেন,সকাল থেকে আমরা আমাদের নেত্রীকে শুভেচ্ছা জানাতে এখানে এসেছি। তাকে একনজর দেখার জন্য।
শিবচরের ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন বিপু বলেন,আমাদের নেত্রী,মাননীয় প্রধানমন্ত্রী এই রোড দিয়ে টুঙ্গিপাড়া যাবেন।আমরা তাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে এখানে এসেছি।
প্রসঙ্গত, আজ প্রধানমন্ত্রী ব্যক্তিগত সফরে তার পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়া সফর করবেন।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply