শিবচরনিউজ২৪ ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের নেওয়া পদক্ষেপ সমর্থন করে সারাদেশে চলমান তাবলিগ জামাতের সবাইকে ঘরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের শুরা সদস্য অধ্যাপক ইউনুস সিকদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।
তাবলিগ অনুসারীদের উদ্দেশে এতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের করোনাভাইরাস-সম্পর্কিত বিজ্ঞপ্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন। কাকরাইল আহলে শুরা হাযরাত ও অন্যান্য সাথীরা মিলে মাশোয়ারা করে সিদ্ধান্ত নিয়েছেন যে, সব জেলায় আপনারা উপর্যুক্ত বিস্তারিত বিজ্ঞপ্তিকে (ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি) গুরুত্ব দিয়ে নিজেরা ও সবাই বাস্তবায়ন করবেন।
তিন চিল্লা, এক চিল্লার জামাত বা মাস্তুরাতসহ যেকোনো জামাত যারা আল্লাহর রাস্তায় চলছেন তারা যার যার বাড়ি রওনা হয়ে যাবেন। প্রয়োজনে প্রশাসনের সাহায্য নেবেন। বাড়ি ফিরে দোয়া, তেলাওয়াত, দাওয়াত ও অন্যান্য এবাদত ও তওবা এস্তেগফার করে পুরা উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে মাফ চাইবেন।
অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে তথ্য দিয়ে সেবা নিন।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply