কালকিনি করেসপন্ডেন্টঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী
রবিবার (১৩ ডিসেম্বর) বেলা এগারোটার দিকে ডাসার উপজেলা বাস্তবায়ন ঐক্য পরিষদের আয়োজনে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম উপজেলা গঠনের জোর দাবি জানিয়ে বলেন, ‘‘ কালকিনি উপজেলার ডাসার থানাটি ৫টি ইউনিয়নের সম্বন্বয়ে ‘ডাসার ’ উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, “ ২০১৩ সালে ডাসার থানা গঠন করা হয়।তখন উপজেলা গঠনের লক্ষ্যে জনমত যাচাই করে স্বপক্ষে প্রতিবেদনও দাখিল করা হয়েছে ।
২০১৭ সালে উপজেলা ঘোষণা করা হবে বলেও পত্র পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল ।কিন্তু এতোদিন পার হয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি ”
:
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত মিয়া,মুক্তিযোদ্ধা মালেক শরীফ,শরীফ জাহিদুল ইসলাম
সৈয়দ শহীদুল ইসলাম, সিরাজ মাষ্টার, এডভোকেট সিরাজুল ইসলাম খান, টুটুল শেখ, শাহারিয়ার তুহিন, মাষ্টার বেল্লাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুমতাজুল কবীর,বশার কাজী, সৈয়দ রাশেদ প্রমুখ।
Leave a Reply