মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে বিপুল পরিমান ইয়াবাসহ মিজানুর রহমান হাওলাদার (৫০) এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান শহরের হরিকুমারিয়া এলাকার মৃত রফিজউদ্দিনের ছেলে। আটক যুবক শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
মাদারীপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিজানুর রহমান হাওলাদারকে হরিকুমারিয়া এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। পরে ঘরের ভেতর তল্লাসী চালিয়ে ৪ হাজার পিস ইয়াস উদ্ধার করা হয়। আটক মিজানুর রহমানের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হতে পারে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply