কালকিনি করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪
মাদারীপুরে কালকিনি থেকে
অপহরনের ৪০দিন পর এক যুবতী উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ আল আমিন ওরফে অরণ্য(২০) নামে এক অপহরণকারী আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে কালকিনি থানাধীন সাহেবরামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত যুবতীসহ অপহরণকারীকে গ্রেফতার করে।
র্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গত ২২ জুলাই ২০২০ তারিখ আসামী আল আমিন ভূক্তভোগী যুবতীকে জোরপূর্বক অপহরণ করে। এই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ঢাকা, চকবাজার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (চকবাজার মডেল থানার মামলা নং -৪৯ তারিখ ২৩/০৭/২০২০ ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৭/৩০) এবং উক্ত অভিযুক্তকে গ্রেফতার ও অপহৃত যুবতীকে উদ্ধারের জন্য র্যাবের সহযোগীতা কামনা করেন।
আটককৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply