কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানা এলাকার এ,কে,ডি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দুলাল চন্দ্র নাগকে ডাসার ইউপি চেয়ারম্যান কাজী সবুজ লাঞ্জিত ও পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকালে ডাসার এলাকার দর্শনা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় কালকিনি উপজেলা ও ডাসার থানা এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক উপস্থিত থেকে বক্তব্য রেখে বিচার দাবি করে বলেন, আমরা জাতির মেরুদন্ড, আমরা জাতিকে উন্নত শিখের পৌছে দেয়ার চাঁবিকাঁঠি। তাই আমাদের অনেক কিছু সহ্য করতে হয়। আমরা অনেক সহ্য করেছি,আর নয়। আমরা তার অত্যাচারে অতিষ্ট হয়ে গেছি। অপমান লাঞ্চনাও হজম করেছি।
এখন সে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে।
প্রশাসনের কাছে দাবি দ্রুত এ সন্ত্রাসী ও মাদক সেবী চেয়ারম্যান কাজী সবুজকে আইনের আওতায় এনে বিচার না করা হলে আমরা শিক্ষক সমাজ ঢাকায় শিক্ষা ভবনের সামনে বিচারের দাবিতে আন্দোলন করা হবে। এ সময় আন্দোলন রত শিক্ষকরা সাঁত দিনের আল্টিমেটাম বলেন, আমরা ৭ দিন অপেক্ষা করব।
এ সময় উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা শিক্ষক সমিতি(ফেডারেশন)সাধারন সম্পাদক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি,এম,হেমায়েত হোসেন,কালকিনি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনিরুজ্জামান, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সহদেব মন্ডল, শিক্ষক বাবু অরুন কুমার কর,বাবু ভবোতষ রায়,বাদল চন্দ্র সমাদ্দার,প্রবাথ কুমার মজুমদার,মিতু বাড়ৈ,সুরধনী বিশ্বাস সহ কালকিনি উপজেলা ও ডাসার থানা এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক ও দর্শনা বাজার কমিটি সহ সুশিল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Leave a Reply