কালকিনি করেসপন্ডেন্টঃ
কালকিনিতে বাজারে অভিযান চালিয়ে প্রায় ১হাজার৫শ’কেজি জাটকা জব্দ করেন।
এ সময় জাটকা ইলিশ বেঁচা কেনার দায়ে ৫ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) সকালে ককলকিনি উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ও মাদারীপুর র্যাব-৮ এর সহযোগীতায় গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার মেয়ারহাট বাজারে অভিযান চালিয়ে প্রায় ১হাজার৫শ’কেজি জাটকা জব্দ করেন।
এ সময় জাটকা ইলিশ বেঁচা কেনার দায়ে বরিশালের মুলাদী এলাককর কালাম সরদার(৪৭) মোঃ কমর উদ্দিন(৪০).মোঃ সজিব(১৯). পাভেজ(২৫).ও গৌরনদী থানার মেদাকুল গ্রামের শিপন(৩০) নামের ৫ জনকে আটক করেন।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১বছর করে জেল প্রদান করে মাদারীপুর জেল হাজতে প্রেরন করেন।
এসময় আটককৃত জাটকা ইলিশ কালকিনি পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বডিংয়ে বিতরন করা হয়।
ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন,যার বেআইনি কাজ করবে,জাটকা ধরার সাথে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply