কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
নির্বাচনের দিনযত ঘনিয়ে আসছে মাদারীপুরের কালকিনি পৌরসভায় বিএনপির প্রচার প্রচারনা ততোই বাড়ছে। তারই ধারাবাহিকতায় বিএনপির প্রার্থী মোঃ কামাল হোসেন বেপারীর ধানের শীর্ষ প্রতীক জয় লাভ করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ গনশিক্ষা বিষায়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের উপস্থিতিতে বিএনপির সরিকদলের নেতৃবৃন্দের সাথে পৌরসভা নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কালকিনির খেয়াঘাট সংলগ্ন ধানের শীর্ষের নির্বাচনী অফিসে এ মত বিনিময় সভা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ গনশিক্ষা বিষায়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারী,সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ সরদার,তথ্য বিষায়ক সম্পাদক নুরুজ্জামান তালুকদার নুরু,পৌরসভা জাঁমাতের আমীর মাওঃ ইউনুছ আলী সরদার,নায়েবে আমীর মাওঃ আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক এস এম শাহ আলম,সহ সাধারন সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন,পৌরসভা ৪নং ওয়ার্ডের সভাপতি মাস্টার আলাউদ্দিন,৫নং ওয়ার্ডের সভাপতি মাওঃ আলাউদ্দিন,কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হাই,সাধারন সম্পাদক সিকদার মামুন,ছাত্রদল নেতা শামিম মোল্লা,যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম বেপারীসহ কালকিনি উপজেলা,পৌরসভা ও ডাসার থানা বিএনপির বিভিন্ন সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় কেন্দ্রীয় নেতা বলেন,আমরা নির্বাচনী আচরন বিধী মেনেই নির্বাচন করব। আমরা সবাই বিএনপির প্রার্থী কামাল হোসেন হয়ে পৌরসভার নয়টি ওয়ার্ডের ভোটারের কাছে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌছিয়ে ধানের শীর্ষ মার্কায় আগামী ১৪ ফেব্রুয়ারী একটি ভোট দেয়ার আহবান করবেন।
Leave a Reply