কাঁঠালবাড়ি প্রতিনিধি,শিবচরনিউজ২৪.কমঃ
কাঁঠালবাড়ী ফেরীঘাটে ট্রাক শ্রমিক ও ফেরির স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।
রবিবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেরিতে বেশি ট্রাক উঠানোর দাবী নিয়ে ট্রাক শ্রমিক ও ফেরি স্টাফদের মধ্য এ সংর্ঘষের ঘটনা ঘটেছে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সুত্রে জানা যায়, নাব্যতা সংকট ও চ্যানেলের মুখে ড্রেজিং এর কারনে ৯ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার থেকে ৪ টি কে ধরনের ফেরী দিয়ে গাড়ি পার করানো হয়।যদিও দিনে চারটি ফেরী দিয়েই গাড়ি পার হয় তবে রাতে পুরোপুরি বন্ধ থাকে ফেরী চলাচল।
এদিকে আজ দুপুরে ফেরি কিশোরী শিমুলিয়া থেকে ৩টি ট্রাকসহ যানবাহন বোঝাই করে কাঁঠালবাড়ি ঘাটে পৌছে আনলোড হওয়ার পর ঘাটে দীর্ঘদিন ধরে আটকে পড়া ট্রাক শ্রমিকরা ৩টি ট্রাক পার করার দাবী জানায়। কিন্তু ফেরির শুকানি জাকির হোসেন ১টি ট্রাক নিতে চায়। সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাধে। সংর্ঘষে উভয় পক্ষ একে অপরের উপর ইটপাটকেল ছুড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করে পুলিশ।
কাঠালবাড়ি ঘাটে কর্তব্যরত পুলিশের পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম বলেন,দুপুরে ট্রাক শ্রমিকরা ৩টি ট্রাক পার করার দাবী করে। ফেরি স্টাফদের দাবী নদীতে নাব্যতা সংকট থাকায় বেশি ট্রাক বহন করা যাচ্ছে না।তাই তারা একটি ট্রাক পার করতে চাইলে এ সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।’
Leave a Reply