মাদারীপুর করেসপন্ডেন্টঃ
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (১৭ মে) নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তি রাজৈর উপজেলার লুন্দি গ্রামে। এছাড়া শিবচর উপজেলার একজন সুস্থ হয়েছ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা ৫৮ জন।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে একজন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়া ব্যক্তি রাজৈর উপজেলার লুন্দি গ্রামে। ফলে জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫৮ জন।
তিনি আরও জানান, মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ১৩৩৬ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং মোট ১১৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে এবং মোট সুস্থ ৩৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ জন। এর মধ্যে সদর হাসপাতালে ৯ জন এবং রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন। এছাড়া রাজৈরে আরও দুইজন হোম আইসোলেশেন রয়েছেন। এর মধ্যে একজন গর্ভবর্তী নারী ও অপরজন প্রতিবন্ধী। জেলায় এ পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেন। মোট সুস্থ হয়েছেন ৩৮ জন।
স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৫৮ জন। এর মধ্যে শিবচর উপজেলায় ২৪ জন, সদর ১০ জন, রাজৈর উপজেলায় ২২ জন এবং কালকিনি উপজেলায় ২ জন।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply