শিবচরনিউজ২৪ডেস্কঃ
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিবচর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) ও শিবচর উপজেলা পরিষদের উদ্যেগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করায় শিবচর উপজেলার প্রতিটি ইউনিয়নে জনসাধারণের চলাচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।
শিবচর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মরত কর্মকর্তা- কর্মচারীগন গতকাল (১১ এপ্রিল) থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ভাগ হয়ে শিবচর পৌরসভাসহ সকল ইউনিয়নে তাদের পানিবাহী গাড়ি দিয়ে ও ট্রাকে/ নসিমনে করে জীবাণুনাশক স্প্রে (ব্লিচিং পাউডার মিশ্রিত পানি) স্প্রে করার কাজ করছেন
রবিবার (১২এপ্রিল) দুপুরে সরেজমিনে শিবচর উপজেলার ভদ্রাসন বাজারে গিয়ে দেখা যায়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামানের নেতৃত্ব টাংকবাহী গাড়ি দিয়ে বাজারসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাকে ঘিরে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।এসময় তার সঙ্গে ছিলেন ভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রউফ শিকদার,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রহিম বেপারীসহ অন্যান্ন লোকজন।
এর আগে শনিবার সারা দিন শিবচরের দত্তপাড়া, কাদিরপুর,কুতুবপুর কাঠালবাড়ি ফেরীঘাট,কাঠালবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করা হয় বলে জানান এলজিইডি অফিস।
এলজিইডি’র শিবচর উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, আমরা চীফ হুইপের নির্দেশে নভেল করোনা ভাইরাস প্রতিরোধকল্পে উপজেলা পরিষদ এবং এলজিইডি’র উদ্যোগে শিবচর উপজেলার বিভিন্ন হাট বাজার, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ, ও গুরুত্বপূর্ণ স্থাপনা ইত্যাদি জনবসতিপূর্ণ এলাকায় ২ দিন ধরে জীবাণু নাশক স্প্রে করছি। উপজেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী বিভিন্ন এলাকায় ও স্থানে স্প্রে কার্যক্রম চলবে।
অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে খবর দিয়ে সেবা নিন।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply