শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
মাদারীপুর কারাগার থেকে করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে ৪জন বন্দীকে মুক্তি দিয়েছে কারা অধিদপ্তর।
সোমবার (৪ মে) দুপুরে কারা অধিদপ্তর থেকে ৪জনের মুক্তির আদেশ আসলে তাদের মুক্তি দেয়া হয়।
মুক্তি প্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম পিতা ফিরোজ মাহমুদ,মোঃ আবুল কালাম পিতা হোসেন সরদার,মোঃ ফারুক মোল্লা পিতা খালেক মোল্লা,ইমারত তালুকদার পিতা কমদ আলী তালুকদার তারা উভয়ই মাদারীপুর জেলার বাসিন্দা এবং মাদক মামলায় সাজা প্রাপ্ত হয়ে তাদেও সাজার অধিক সময় সাজা খেটে ফেলেছেন।
উল্লেখ্য করোনা ভাইরাসজনিত কারণে সরকারের নেয়া হাজতি ও সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার প্রস্তাবনার অংশ হিসেবে মাদরীপুর থেকে এ ৪ জনকে মুক্তি দেওয়া হলো। সম্প্রতি মাদারীপুর কারাদপ্তর থেকে কারাঅধিদপ্তরে কারা মুক্তির জন্য পাঠানো প্রস্তাবের মধ্যে অপেক্ষাকৃত লঘু অপরাধে ৪৯ জন, বিভিন্ন বিচারাধীন মামলার আসামী (হাজতি) ২০ জন, লাইফ সাজাপ্রাপ্ত বন্দী ৫জন,সব মিলিয়ে ৭৪ জন। কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসজনিত কারণে ৭৪ জনের নামের তালিকা কারা অধিদপ্তরের পাঠানো হয়েছে।
এদিকে জেলা কারাগারে ৩৫০ জন ধারণ ক্ষমতার বিপরীতে ৪৮৬ জন কয়েদি রয়েছে। তাদের দেখভাল করার জন্য কারারক্ষি ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন ৮৫ জন।
উল্লেখ্য করোনা ভাইরাসজনিত কারণে সরকারের নেয়া হাজতি ও সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার প্রস্তাবনার অংশ হিসেবে মাদরীপুর থেকে এ তালিকা পাঠানো হয়ে ছিল।
মাদারীপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলার শংকর জানান, কারাঅধিদপ্তর থেকে মুক্তি প্রাপ্ত ৪জনের নামেে আদেশ আমাদের কাছে আসলে তাদের মুক্তি প্রদান করা হয় এবং পরবর্তীতে আবার যাদের মুক্তির আদেশ আসবে তাদের মুক্তি দেওয়া
হবে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply