শিবচরনিউজ২৪ডেস্কঃ
ঘরে খাবার না থাকায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের গরিব অসহায় কর্মহীন মানুষ।
বৃহস্পতিবার সকালে মস্তফাপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দুই শতাধিক নিম্ন আয়ের কর্মহীন মানুষ। এ সময় আরও উপস্থিত ছিল শিশু ও নারীরা।
তাদের একটাই দাবি বেঁচে থাকার জন্য যতটুকু খাবার প্রয়োজন অন্তত তার ব্যবস্থা করুক সরকার। পরে পুলিশের হস্তক্ষেপে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করেন তারা।ঘরবন্দীতে কাজ নেই, খাবার নেই, সরকারি ত্রাণ দেয়ার কথা থাকলেও এখনো কারও ঘরে কোনো প্রকার ত্রাণ পৌছায়নি বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমাদের ঘরে খাবার পৌঁছে দেয়ার কথা থাকলেও সেই খাবার কেউ দিচ্ছে না। আমাদের কর্ম নেই, কাজেও যেতে চাইলে পুলিশে বাধা, তাহলে আমরা কি করে খাবার আনবো। আমাদের ঘরে খাবার দেয়া হোক আর তা না হলে আমাদের বিষ দেক আমার সেটা খেয়ে মরে যায় ক্ষুধার যন্ত্রণা ভাললোলাগে না।
তারা বলেন, করোনার কারণে বের হতে বারণ করছে আমরা আজ রাস্তায় বের হতে বাধ্য হয়েছি। আমার ইউনিয়নে যত জনসংখ্যা আছে সে পরিমাণ ত্রাণ আমি পাইনি। সবাইকে দেয়ার মতো ত্রাণ পাইনি।
মস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুস মল্লিক বলেন, ‘আমাদের কাছে ত্রাণ আসলেও তো আমরা ত্রান দেবো। আমার ইউনিয়নে অনেক জনগণ, সবাইকে দেয়ার মতো ত্রাণ এখনো আসেনি। আসলে দেয়া হবে।’
অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে খবর দিয়ে সেবা নিন।
Leave a Reply