কাঁঠালবাড়ি ব্যুরোঃ
টানা তিনদিনের সরকারী ছুটি শেষে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ঢাকামুখো মানুষের ভীড় বেড়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারী) সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য মানুষ অপেক্ষা করছেন ফেরী,লঞ্চ ও স্পিড বোটে নদী পাড় হওয়ার অপেক্ষায়। সিরিয়াল করে নদী পাড় হচ্ছেন মানুষ।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সুত্র জানায়, সকাল থেকে বেড়েই চলেছে যানবাহনসহ নদীপাড় হওয়া মানুষের সংখ্যা।তিনদিনের সরকারী লম্বা ছুটি শেষ দক্ষিনবঙ্গের ঘরমুখো মানুষ ছুটছেন যার যার গন্তব্যে।আর এতে করে ঘাটে ফেরী,লঞ্চ,স্পীড বোট পারাপারে বেড়েছে মানুষের চাপ।
বাংলাবাজার স্পীড বোর্ড ঘাটে দেখা যায় লম্বা লাইনদিয়ে টিকিট কেটে নদী পাড়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন বহু মানুষ।
অন্যদিকে ফেরী পারাপারের অপেক্ষায় আছে শতশত ট্রাক,প্রাইভেট গাড়িসহ যাত্রী ও চালকেরা।এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
বরিশাল থেকে ঢাকাগামী ট্রাক চালক মহিবুল্লাহ বলেন,’সবসময় আমাদের বিভিন্ন নিয়ম মেনে ফেরীতে উঠতে হয় আর যদি বিশেষ ছুটিছাটা পড়ে তাহলেতো কবে ফেরীতে উঠতে পারবো জানা নেই’
বিআইডব্লিউটিসি বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইনচার্জ আক্তার হোসেন বলেন,’টানা তিন দিনের ছুটির শেষে রাজধানীমুখী যাত্রীদের চাপ একটু বেশী।তবে ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিয়ম সৃঙ্খলা মেনেই যাত্রী পার করানো হচ্ছে’
Leave a Reply